মো পারভেজ সেখ, বেরোবি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৩ ব্যাচের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। নিহত শিক্ষার্থীর নাম টুম্পা।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে নগরীর পার্কের মোড় সর্দারপাড়া এলাকার বেসরকারি ছাত্রীনিবাস আপন লেডিস হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে টুম্পার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে টুম্পা আত্মহত্যা করেছেন, তার কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে রংপুর মেট্রোপলিটান তাজহাট থানার পুলিশ অবস্থান করছে।
ওই হোস্টেলে বসবাস করা শিক্ষার্থী আফরিন জানান, সন্ধ্যার পর হোস্টেলে একটি কক্ষে অবস্থান করা টুম্পা নামের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কোনো সাড়া শব্দ না পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা জানালা দিয়ে দেখতে পান টুম্পা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জানানো হলে প্রক্টর ফেরদৌস রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গাওছল আযমসহ প্রক্টরিয়াল বডির সদস্য এবং সহপাঠিরা ঘটনাস্থলে উপস্থিত হন।
জানা গেছে, টুম্পার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার পুরো পরিবার ঢাকায় বসবাস করে।