মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৩-১০-২০২৫ খ্রি. তারিখে গাজীপুর জেলার সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এলাকায় বিএসটিআই একটি সার্ভিল্যান্স পণ্যের গুনগত মান যাঁচাই সংক্রান্ত পরিচালনা করা হয়।
নিম্নরূপঃ
০১। রেঁনেসা কনসেপ্ট বাংলাদেশ লিমিটেড নামীয় প্রতিষ্ঠানটি লাইসেন্সযুক্ত কসমেটিকস ও নিত্য প্রয়োজনীয় পণ্যের (স্কিন ক্রিম, ফেসওয়াশ, টুথপেস্ট) পাশাপাশি লাইসেন্স ব্যতিরেকে বিভিন্ন ব্যান্ডের প্রসাধনী ও নিত্য প্রয়োজনীয় পণ্য (স্কিন ক্রিম, ফেসওয়াশ, টুথপেস্ট) উৎপাদন, বিক্রয় ও বিপনন করায় বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উক্ত অভিযানটি জনাব মোঃ শাহদত হোসেন, সহকারী পরিচালক (সিএম), জনাব খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), প্রকৌ. অর্ণব চক্রবর্তী, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) এর সমন্বয়ে পরিচালিত হয়।
জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুর এর এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।