1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গুইমারায় নেই হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান, ভোগান্তির শেষ কোথায়— প্রশ্ন উপজেলাবাসীর - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ফরিদপুর রাজবাড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিএসটিআই একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান ডিবি যশোরের অভিযানে ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক কক্সবাজারে বিএসটিআই ও জেলা প্রশাসন, কক্সবাজার এর সমন্বয়ে একটি মোবাইল কোর্টের অভিযান ২টি প্রতিষ্ঠানকে জরিমানা সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদকসেবী আটক সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ অভিযান: অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য সহ অপরাধী গ্রেফতার রাজধানী নিউমার্কেট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় বিএসটিআই’র মোবাইল কোর্টের অভিযান ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক বৃদ্ধের যশোর ৮৫ শার্শা-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন মফিকুল হাসান তৃপ্তি রাণীশংকৈলে উত্থান একাদশী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

গুইমারায় নেই হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান, ভোগান্তির শেষ কোথায়— প্রশ্ন উপজেলাবাসীর

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

নামে উপজেলা গুইমারা, কিন্তু নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন। খাগড়াছড়ি জেলার জনবহুল ও গুরুত্বপূর্ণ এই উপজেলাটি এখনো মৌলিক স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা সুবিধা থেকে বঞ্চিত।

গত শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) গুইমারাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে এবং সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। এর ধারাবাহিকতায় সোমবার (৩ নভেম্বর ২০২৫) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) নাজমুন আরা সুলতানা এবং জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবেরের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন— খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, শিক্ষক ও সমাজসেবক মো. ইউচুপ, শিক্ষক বাবলু হোসেন, স্থানীয় প্রতিনিধি অংগ্য মগ, মাহবুব আলী, গুইমারা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আব্দুল আলী, সাইফুল ইসলাম, আলা উদ্দিন আরিফ, আরমান হোসেন, দিদারুল আলম বাবুল, জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

উপস্থিত ব্যক্তিরা জানান, ২০১৫ সালের ৩০ নভেম্বর গুইমারা উপজেলায় প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও এখনো স্থাপিত হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। ফলে সাধারণ মানুষ চিকিৎসা সেবার জন্য দূরবর্তী জেলা সদর বা চট্টগ্রামে যেতে বাধ্য হচ্ছেন। সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেক রোগী প্রাণ হারাচ্ছেন— বিশেষ করে গর্ভবতী নারী, শিশু, বৃদ্ধ ও দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

বর্তমানে গুইমারার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত ডাক্তার ও জনবল। ফলে প্রায় ৫৫ হাজার মানুষ স্থানীয় ফার্মেসির ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে ভুল চিকিৎসা ও অতিরিক্ত ওষুধ সেবনে বহু মানুষ স্থায়ী শারীরিক জটিলতা বা মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।

অন্যদিকে, গুইমারা উপজেলার দ্রুত বর্ধনশীল জনসংখ্যা ও অবকাঠামোগত উন্নয়নের পরিপ্রেক্ষিতে একটি ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। বর্তমানে অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে পার্শ্ববর্তী উপজেলা বা জেলা সদর থেকে সহায়তা নিতে হয়, যা সময়ক্ষেপণের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইতোমধ্যে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডে উপজেলার বহু মানুষ সর্বস্ব হারিয়েছেন।

গুইমারাবাসীর দাবি— অবিলম্বে “গুইমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স” এবং “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন” স্থাপনের মাধ্যমে জনসাধারণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করতে সরকারের জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট