
মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৮/১২/২৫ তারিখে বেলা ১২.০০ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়।এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত জনাব এম এ মালেক সম্পাদক, দৈনিক আজাদী।
এসময় চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় সিএমপি কমিশনার বলেন, জনগণের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপরাধ দমন, যানজট নিরসন এবং নাগরিক সেবার মান উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।
সভায় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এবং অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,
বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।