1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঝিকরগাছার গদখালীতে ঘুরতে নেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে নারীকে গণধর্ষণের ঘটনায় আটক-৪ - নব দিগন্ত ২৪
রবিবার, ২৫ মে ২০২৫, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে স্থানীয় সাংবাদিক সোহেল রানার ওপর সন্ত্রাসী হামলা, গ্রেফতার ২ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ভূমি মেলার উদ্বোধন। পানছড়িতে ভূমি মেলা- ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, গণশুনানি, আলোচনা সভা** ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে এক বিধবা নারীর ম-র-দেহ উদ্ধার। ২৮,০০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি মশিউরকে গ্রেফতার করেছে ডিবি সোশ্যাল ইসলামী ব্যাংক পি এল সি ভোটঘর বাজার এজেন্ট আউটলেটের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত যশোর বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ ইউসুফ আলী দখল-দুষণে অস্তিত্ব সংকটে সলঙ্গার গাঢ়ুদহ নদী সিরাজগঞ্জে “গ্রীণ ভয়েস” সংগঠনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কের ফ্লাইওভারের ১৫৩ নম্বর পিলারের পশ্চিম পাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬।

ঝিকরগাছার গদখালীতে ঘুরতে নেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে নারীকে গণধর্ষণের ঘটনায় আটক-৪

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
ইং ১৬/০৩/২০২৫খ্রিঃ বিকাল অনুমান ১৬.১৫ ঘটিকায় ঝিকরগাছা থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইলে ভিকটিম কল করে জানায় যে তাকে অজ্ঞাতনামা চার যুবক পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়েছে সে এখন গদখালী বাজারে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিউটি অফিসার বিষয়টি দ্রুত থানার অফিসার ইনচার্জকে অবহিত করলে অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছাল এবং সেখানে অবস্থানরত ভিকটিমকে উদ্ধার পূর্বক পুলিশি হেফাজতে নেয়।

পরবর্তীতে ভিকটিমের নিকট হতে ঘটনার বিস্তারিত শোনেন এবং ভিকটিম ও স্থানীয়দের সহায়তায় ঘটনার সাথে জড়িতদের নাম, ঠিকানা সনাক্ত করতে সক্ষম হয়। এরপর ভিকটিমকে নিয়ে থানায় চলে আসেন এবং ভিকটিম ঘটনার সাথে জড়িতদের নামে উক্ত থানায় এজাহার দায়ের করে।

ভিকটিমের ভাষ্যমতে ইং ১৬/০৩/২০২৫খ্রি তার শিশু বাচ্চাকে নিয়ে বেনাপোল খালার বাসা থেকে মনিরামপুর বাবার বাড়িতে ফেরার পথে তার নিকট পর্যাপ্ত ভাড়া না থাকায় ঝিকরগাছা থানাধীন গদখালী বাজারে নেমে যায়। পরবর্তীতে ভিকটিম সেখানে থাকা ২ নং আসামি আমিনুর রহমানের ফুলের দোকানে যায় এবং সেখানে অবস্থানরত ১নং আসামি ইয়াসিন আরাফাতের সাথে পরিচয় হয়।

পরিচয়ের একপর্যায়ে আসামি ইয়াসিন ভিকটিমকে গদখালী ঘুরতে নেবার কথা বলে ৩নং আসামি জাবেদের মোটরসাইকেলে উঠিয়ে দেয় এবং তাদের পিছে অপর একটি মোটরসাইকেল যোগে বাকি তিন জন আসামি আসতে থাকে। ৩নং আসামি জাবেদ সুকৌশলে ভিকটিমকে ৪নং গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্ৰামে তার নিজের লিচু বাগানের মধ্যে নিয়ে যায় এবং পরবর্তীতে সেখানে বাকি তিন জন আসামিও হাজির হয়।

ঘটনার একপর্যায়ে ১নং আসামি ইয়াসিন আরাফাত জোর করে ভিকটিমকে সেখানে ধর্ষণ করে এবং পরবর্তীতে বাকি তিন আসামি পর্যায়ক্রমে ভিকটিমকে ধর্ষণ করার একপর্যায়ে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে আসামিরা তাকে বাচ্চা সহ ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এরপর ভিকটিম কিছুটা স্বাভাবিক হলে ভ্যানযোগে গদখালী বাজারে এসে পৌঁছায় এবং তার সঙ্গে থাকা মোবাইল দিয়ে জাতীয় জরুরি পরিসেবা-৯৯৯ এ কল দিয়ে ঝিকরগাছা থানার ডিউটি অফিসারে নাম্বার যোগার করে এবং কল দিয়ে ঘটনাটি জানায়।

এমন অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ঘটনার সাথে জড়িত আসামিদের গ্ৰেফতারের নিমিত্তে ঝিকরগাছা থানা পুলিশের
পুলিশ পরিদর্শক(নিঃ) আবু সাঈদের নেতৃত্বে এসআই(নিঃ)/ সৈয়দ বখতিয়ার আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম সন্ধ্যা ১৮.৪০ ঘটিকায় গদখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত চার জনকে গ্ৰেফতার করে।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িতের সম্পৃক্ততা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানাঃ

১। ইয়াসিন আরাফাত (২১), পিতা-মিজানুর রহমান,

২। আমিনুর রহমান (১৯), পিতা-উজ্জল হোসেন,

৩। মোঃ জাবেদ হোসেন (২৮), পিতা-মোঃ জাকির হোসেন,

৪। আল মামুন হোসেন @ বাপ্পি (২১), পিতা-শরিফুল, সর্বসাং-পটুয়াপাড়া, ইউপি-গদখালী, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর।

গ্ৰেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট