স্টাফ রিপোর্টার,,
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া কলেজপাড়া মাঠে খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় আহত দুই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার মামলায় ২ নম্বর আসামি হিসেবে আটক হয়েছেন এইচকে হাই স্কুল অ্যান্ড বিএম কলেজের সহকারী শিক্ষক মোঃ মানিক ওরফে মাসুম। মামলার ১ নম্বরসহ আরও তিনজন আসামি এখনো পলাতক।
আহতরা জানান, আটক মানিককে ছাড়িয়ে নেওয়ার জন্য নানা মহল থেকে লবিং ও তদবির চলছে।
তারা বলেন, “আমাদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”