স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া গ্রামে জমি দখল ও নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, আলহাজ্ব মোঃ এমাজউদ্দীন মাষ্টারের জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ করেন স্থানীয় মৃত সোনাবুল্লাহর ছেলে ও নাতিরা। এদের মধ্যে রয়েছেন— গফফার, আব্দুনুর, সবুজ, শামসুল, রহিম, বক্কর, সাদেকুল ও আপছার (পিতা মোঃ রিয়াজুল)।
ভুক্তভোগী পরিবারের দাবি, এসময় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুর আলমকে লায়লন রশি দিয়ে বৈরই গাছে বেঁধে রাখা হয়। এছাড়া আশরাফুল ও খায়রুলের শরীরের কাপড় টেনে হিঁচড়ে খুলে নেওয়া হয়, যা ভিডিওতে ধরা পড়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন। ভিডিওতে বিবাদীদের হাতে লাঠিও দেখা যায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।