স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ নওপাড়া এলাকায় বজ্রপাতে ৫টি গরু মারা গেছে। এসময় গরুর মালিক আব্দুল লতিফ আহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে টাঙ্গন নদীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মতিউর রহমান বাচ্চু জানান, স্থানীয় ছলেমান আলীর ছেলে আব্দুল লতিফ গরু নিয়ে নদী পার হচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই বড়-ছোট মিলিয়ে ৫টি গরু মারা যায়।
আহত অবস্থায় আব্দুল লতিফকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন।