মনা নিজস্ব প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহীনুর আলম এর নেতৃত্বে কর্মরত এএসআই (নিরস্ত্র)/ রাশেদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ ০১/১০/২০২৫ খ্রিঃ ১৭:১৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ পুল কাঠপট্টি সাকিনস্থ জনৈক মনির হোসেন এর শাহ-দেওয়ানবাগী ফার্ণিচার মার্ট নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সংগীয় ফোর্সের সহায়তায় একজন ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসা বাদে তার নাম-ঠিকানা মোঃ হোসেন মনা (৪২), পিতা-মৃত আঃ লতিফ স্বর্ণকার, মাতা-ভানু বেগম, সাং-উত্তর আজিবপুর, বাগানবাড়ী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর তার হেফাজতে থেকে সর্বমোট ০৭ (সাত) কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।