
সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
সারাদেশে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞায় পটুয়াখালীর দুমকিতে জেলেরা ব্যস্ত সময় পার করছে মাছ ধরার নৌকা মেরামতের কাজে।
শনিবার (৪অক্টোবর) উপজেলার পায়রা নদীর পারে গিয়ে দেখা যায় অনেক জেলেরা তাদের মাছ ধরার জন্য ব্যবহৃত নৌকা গুলো নদীর পারে উঠিয়ে মেরামতের কাজ করছে। কেউ কেউ নৌকায় দিচ্ছে রং আবার কেউ কেউ করছে নৌকার ফাটল মেরামতের কাজ।
জেলে রামেশ্বর চন্দ্র দাস ও মানিক জানান, ২২ দিনের নিষেধাজ্ঞায় আমরা কেউ মাছ ধরবো না। এই ২২ দিন আমাদের কোনো কাজ নেই তাই আমরা নৌকামেরামতের কাজ করছি যেন নিষেধাজ্ঞা শেষ হওয়ার সাথে সাথে আমরা মাছ ধরতে পারি সেজন্য আমরা নৌকা মেরামত করে তৈরি করে রাখছি। জেলে গবিন্দ দাস বলেন, মা ইলিশ রক্ষায় সরকার ২২ দিন মাছ ধরা নিষেধ করছে এই জন্য আমরা মাছ ধরা বন্ধ করে দিছি। ২২ দিন পরে তাড়াতাড়ি যেন মাছ ধরতে যেতে পারি এই জন্য নৌকা মেরামত করে রাখছি। সরকার যে অবরোধ দিয়েছে এই অবরোধে আমাদের ২০ কেজি করে চাল দেয়। এই জন্য আমরা ২২ দিন মাছ ধরবো না।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, অনেক জেলে রাই নৌকা নদীর পাড়ে উঠিয়ে মেরামতের কাজ করছে এটা জেলেদের অনেক ভালো উদ্যোগ।এবং অনেক জেলেদের নৌকা এখনো নদীতে আছে তাদেরকেও আমরা নৌকা নদীর পারে উঠাতে বলেছি। না উঠালে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
বার্তা প্রেরক-
সাকিব হোসেন,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
তারিখঃ৪/১০/২০২৫ইং
মোবাঃ০১৬২৬৪৩৮৮২৫