মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ০৮-১০-২০২৫ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযান নিম্ন লিখিত প্রতিষ্ঠানে পরিচালনা করা হয়।
১. মেসার্স পারিশা ফিলিং স্টেশন, মাঝকান্দি, মধুখালী, ফরিদপুর এর অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে পরিমাপে যথাক্রমে ১০০ মি:লি: কম পাওয়ায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮”এর ১৫(৩) ধারা অনুযায়ী বন্ধ করা হয়।
২. মেসার্স কোহিনূর ফিলিং স্টেশন, কামারখালী বাজার, মধুখালী, ফরিদপুর এর অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া যায়।
৩. মেসার্স মোজাফফর ফিলিং স্টেশন, মধুখালী বাজার, মধুখালী, ফরিদপুর এর পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া যায়।
৪. মেসার্স তানিয়া ফিলিং স্টেশন, বাখুণ্ডা, সদর, ফরিদপুর এর অকটেন ও পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে ত্রুটিসীমার মধ্যে পাওয়া যায়।
৫. মেসার্স কোমরপুর ফিলিং স্টেশন, কোমরপুর, সদর, ফরিদপুর এর অকটেন ও পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া যায়।
৬. মেসার্স রয়েল ফিলিং স্টেশন, পূর্ব গঙ্গাবর্দী, কানাইপুর, সদর, ফরিদপুর এর অকটেন, ডিজেল ও পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে ত্রুটিসীমার মধ্যে পাওয়া যায়।
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মো: খালিদ হাসান, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। উক্ত অভিযানে পদ্মা, মেঘনা ও যমুনা জ্বালানি তেল বিপণন কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।