আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে ‘৩৬ জুলাইয়ের স্বপ্ন: নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে বেডো সমৃদ্ধি কর্মসূচি। আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে বেডোর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচির সমন্বয়কারী তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পালের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন, উপজেলা শিক্ষা অফিসার আবদুর রহিম প্রধান, বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন ও বেডো সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের স্বেচ্ছাব্রতী শিক্ষক সুমাইয়া আক্তার প্রমূখ। সভা শেষে বেডো সমৃদ্ধি কর্মসূচিভুক্ত এলাকায় সামাজিক কর্মকান্ডে বিশেষ ভূমিকা রাখার জন্য ১০জন কিশোরী, তরুণ ও প্রবীণকে পুরস্কৃত করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন বলেন, তারুণ্য শক্তি, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। তরুণরাই পারে দেশের ক্রান্তিলগ্নে হাল ধরতে। তরুণদের টগবগে রক্তগরম তেজ অসম্ভবকে সম্ভব করতে পারে। একটি দেশের যেকোনো সময়ের চিত্রনাট্য প্রেক্ষাপট পাল্টানোর অবদান থাকে তরুণদের। বাংলাদেশের অতীত ইতিহাস ঘাঁটলেও দেখা যাবে দেশের প্রতিটি ক্রান্তিকালে তরুণরাই মানবঢাল হয়ে কাজ করেছে।