আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে বগুড়ার আদমদীঘি উপজেলায় লিফলেট বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলা সদরে বিভিন্ন হাট-বাজার ও বাসস্ট্যান্ড এলাকা ঘুরে জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ও জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, ছাত্র বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান এ্যাঞ্জেল, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোখলেছুর রহমান, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, বিএনপি নেতা সুলতান মাহমুদ চঞ্চল, সান্তাহার ইউপির পানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, জেলা যুবদলের সদস্য শাহজালাল মাহমুদ চপল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলাদল, শ্রমিকদল ও তাঁতীদলের সহস্রাধিক নেতাকর্মীরা।
অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু বলেন, বাংলাদেশকে একটি আধুনিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা রূপরেখা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে আমরা এই লিফলেট বিতরণ করছি। উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জাতির সামনে তুলে ধরেন। এ ৩১ দফা সম্পর্কে মানুষকে অবহিত ও তা বাস্তবায়নে মানুষের সমর্থন আদায়ে বিএনপি এবং অঙ্গসংগঠনগুলো দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় উপজেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়।