আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগোল ইউনিয়নের কৈঢোপ গ্রামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে স্থানীয়রা ওই গ্রামের বাসেত মিয়ার বাড়ির পূর্ব পাশে একটি ফাঁকা জায়গায় একটি মৃতদেহ দেখতে পান। পরে তারা গাবতলী থানা পুলিশকে খবর দেন। নিহত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার ট্যাপাগাড়ী গ্রামের বাসিন্দা ও মৃত জয়নাল মোল্লার ছেলে সিরাজুল ইসলাম (৪০)। তিনি স্থানীয়ভাবে ওই এলাকায় তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে সিরাজুল ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।