আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা”।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহরের সাতমাথা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বগুড়া শহরে অনিয়ন্ত্রিত যানজট ও অপরিচ্ছন্ন পরিবেশ জনজীবনকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। জনগণের দুর্ভোগ লাঘব করতে এবং একটি আধুনিক নগর গড়ে তুলতে সড়ক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। তারা আরও বলেন, নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর গড়ে তোলা সম্ভব নয়। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা।