
হাবিবুর রহমান
নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও স্থানীয় সমস্যা সমাধান সংক্রান্ত একাধিক কর্মসূচিতে অংশ নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা ভূমি অফিস, বনপাড়া পৌরসভা এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। তিনি উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুরে উপজেলা মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন,বড়াইগ্রাম উপজেলার সার্বিক উন্নয়নে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, কৃষি ও জনসেবামূলক কার্যক্রমে জেলা প্রশাসনের সহযোগিতা আমাদের কাজকে আরও গতিশীল করছে। মাঠপর্যায়ে সরকারি সকল দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।অন্যদিকে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন,
শিক্ষার্থীদের শুধু ভালো ফল অর্জন নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শৃঙ্খলা ও সেবাবোধ গঠনে কাজ করতে হবে। প্রশাসনের প্রতিটি দপ্তর জনগণের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করবে—এটাই আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে তিনটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭৭ জন কৃতি শিক্ষার্থীকে জেলা প্রশাসক আসমা শাহীন ক্রেস্ট প্রদান করেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ৬৭ জন, কারিগরি বোর্ডের ৮ জন এবং মাদ্রাসা বোর্ডের ২ জন শিক্ষার্থী ছিলেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে নগর ইউনিয়ন পরিষদে কৃষকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি পাঙ্গিয়ার দিঘী পরিদর্শন করেন। পরে উপজেলার উপল শহর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।