মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আজ ১৪ অক্টোবর ২০২৫ খ্রি: তারিখ সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশ পুলিশের অধঃস্তন কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫-এর কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই(সশস্ত্র) এবং এএসআই (সশস্ত্র) হতে এসআই(সশস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের টার্ন আউট, চাকুরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ এবং প্যারেড প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় সভাপতির দ্বায়িত্ব পালন করেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। এসময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কুষ্টিয়া; জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা; খন্দকার রুহুল আমিন, আরআই, পুলিশ লাইন্স চুয়াডাঙ্গা।
উক্ত বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষায় কনস্টবল হতে নায়েক পদে ১৫জন, নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে ০১জন এবং এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) ০৭জনসহ সর্বমোট ২৩জন পুলিশ সদস্য পরীক্ষায় অংশগ্রহণ করেন।