মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ১১/০৮/২০২৫ তারিখ রাত ২৩:৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন ঈশান মিস্ত্রিরহাট খালপাড় এলাকায় সন্ত্রাসী শাকিলের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল বের হয়। সংবাদ পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত ২৩:৫০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর অতর্কিত আক্রমণ চালায় এবং কর্তব্যকাজে বাধা প্রদান করে। এসময় সন্ত্রাসী শাকিল ধারালো কিরিচ দিয়ে এসআই (নি:) আবু সাঈদ রানাকে গুরুতর জখমপ্রাপ্ত করে। এ ঘটনায় বন্দর থানায় ০২টি মামলা রুজু করা হয়।
মামলাটির তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা মো: ইয়াছিন বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা যায় যে, মূল আসামি শাকিল কন্টেইনারবাহী গাড়িযোগে চট্টগ্রাম থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রত্যক্ষ নির্দেশনায় অফিসার ইনচার্জ বন্দর থানার নেতৃত্বে একাধিক টিম ১৭/০৮/২০২৫ তারিখ রাত ০৩:০৫ ঘটিকায় পতেঙ্গা থানাধীন আউটার রিং রোডে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করে।
পরবর্তীতে শাকিলের স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগী মোঃ আরিফকে খালপাড়স্থ একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে গ্রেফতার করা হয়। তার দখল হতে একটি লোহার কিরিচ এবং শাকিলের দেখানো মতে ওই টিনশেড ঘর থেকে একটি দেশীয় তৈরী একনলা এলজি বন্দুক ও ০৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
উক্ত সাহসী অভিযান ও সফল গ্রেফতারের স্বীকৃতিস্বরূপ মাননীয় আইজিপি মহোদয় এক লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেন। অদ্য ২১/০৮/২০২৫ ইং তারিখে মাননীয় পুলিশ কমিশনার, সিএমপি কমহোদয়ের মাধ্যমে উপ-পুলিশ কমিশনার (বন্দর) মহোদয়ের কাছ থেকে অভিযান দলের সকল সদস্য উক্ত পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কারপ্রাপ্ত অফিসারবৃন্দ:
১. এসআই (নি:) মোঃ ইয়াছিন
২. এসআই (নি:) তোফাজ্জল হোসাইন
৩. এসআই (নি:) উস্যাং মং মারমা হিরু
৪. এসআই (নি:) কিশোর বড়ুয়া
৫. এসআই (নি:) আসাদুল হক
৬. এসআই (নি:) আবু বক্কর
৭. পিএসআই (নি:) শওকত ইমাম
৮. পিএসআই (নি:) মাহফুজুর রহমান
৯. এএসআই (নি:) বাবুল মিয়া
১০. এএসআই (নি:) মোয়াজ্জেম হোসেন