মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি ।
মাদারীপুর, ২৩ জুলাই: আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, মাদারীপুর জেলায় আগামী ২৪ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ছয় দিন টানা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে একটানা বা মাঝে মাঝে বৃষ্টি শুরু হতে পারে। পরবর্তী দিনগুলোতেও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার এই পরিবর্তনে দিনের গড় তাপমাত্রা থাকবে ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বজায় থাকবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই সময়জুড়ে জরুরি কাজ ব্যতীত বাইরে বের হওয়া এড়াতে হবে। শহরের নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে, তাই যান চলাচল ও ব্যক্তিগত নিরাপত্তায় বিশেষ যত্ন নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
কৃষক, শ্রমজীবী ও পথচারীদের জন্য সাবধানতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তিত হওয়ায় নিজেদের ও পরিবারের নিরাপত্তার জন্য ছাতা ও রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।