মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুর, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫:
মাদারীপুর জেলার শিড়খাড়া এলাকায় যৌথবাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ২ জন নারী রয়েছেন।
আটককৃতরা হলেন: ১. কামাল মাতুব্বর, পিতা – শাহ আলম
২. মনু মাতুব্বর, পিতা – শাহ আলম
৩. মিলন সব্যসাচী (দেবু), পিতা – করিম মাতুব্বর (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মাদারীপুর জেলা শাখার মুখপাত্র তুষার সব্যসাচীর পিতা)
৪. খাদিজা, স্বামী – শিহাব
৫. পারুল, স্বামী – মফেজ মাতুব্বর
৬. লাকী, স্বামী – কামাল মাতুব্বর
একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আটককৃতদের মধ্যে মিলন সব্যসাচী বহুদিন ধরেই গোয়েন্দা নজরদারিতে ছিলেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ধরনের অভিযান চলমান থাকবে এবং যারা এ ধরনের অপরাধে যুক্ত তাদের আইনের আওতায় আনা হবে।
অভিযান-পরবর্তী সংবাদ সম্মেলনে যৌথবাহিনীর এক কর্মকর্তা জানান, “অস্ত্র ব্যবসা ও অপরাধীদের শক্ত হাতেই দমন করা হবে। জনগণের নিরাপত্তার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।”