
মনা নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার (৯ নভেম্বর) রাজধানীর মিরপুর প্রেসক্লাবের কাউন্সিল উদযাপন অনুষ্ঠান ২০২৫ শুরু হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা-১৬ আসন থেকে ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্ববায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা-১৫ আসন থেকে ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ও ঢাকা-১৪ আসন থেকে ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও মায়ের ডাক সংগঠক, সানজিদা ইসলাম তুলি।
অনুষ্ঠাটিতে সভাপতিত্ব করবেন মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দ্যা এক্সাম্পল পত্রিকার সম্পাদক মোহাম্মাদ মিজানুর রহমান মোল্লা ও সঞ্চালনায় থাকবেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমী।
এছাড়া সার্বিক সহযোগীতায় থাকবেন মিরপুরের সকল সাংবাদিকবৃন্দ।