মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুর, ২৩ নভেম্বর ২০২৩:
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদি গ্রামে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আসিফ তালুকদার (২০) নামে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আসিফ তালুকদার শ্রীনদি গ্রামের ইকবাল তালুকদারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলের সঙ্গে কথাকাটাকাটির জেরে আসিফের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা লাঠি, ঘুষি ও লাথি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।
ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আসিফের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি শারীরিকভাবে দুর্বল অবস্থায় আছেন।
আসিফের পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীর ছেলে সঙ্গে কথা-কাটাকাটির জেরেই এই হামলা সংঘটিত হয়েছে। হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
আসিফ বর্তমানে আতঙ্কিত হয়ে পলাতক অবস্থায় রয়েছেন। তিনি অভিযোগ করেন, হামলার পর তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে মামলা না করার জন্য। ফলে পরিবারের সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।