মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২২-০৯-২০২৫ তারিখে নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন, নাটোর ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী’র উদ্দ্যেগে ১ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে সঠিক প্রক্রিয়া অনুসরণ ও মান সনদ গ্রহণ না করে ও লেবেলবিহীন ভাবে চানাচুর উৎপাদন ও বিক্রয়-বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১) ১ নং শামীম চানাচুর ফ্যাক্টরি (মালিক- মোঃ আসাদুল ইসলাম), চিনিকল সড়ক, একডালা, সদর, নাটোরকে ২৫,০০০/- জরিমানা করা হয়। একইসাথে ১৫ দিনের মধ্যে কারখানা সংস্কার করে সিএম লাইসেন্স গ্রহণ করার পরামর্শ দেয়া হয়েছে।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মোঃ রাশেদুজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর।
উপরোক্ত আদালতকে সহযোগিতা করেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী।
জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে।