রাজৈর উপজেলাধীন বাজিতপুর ইউনিয়ন সুতার কান্দি গ্রামের শাফিয়া শরীফ বাজারে হাতে নাতে ধরা পড়ে এক চোর।
আনুমানিক রাত ১.৩০ টার দিকে ওই চোর সুলতান খালাসীর দোকানের উপরের টিনের চাল উপড়ে ফেলে দোকানে ঢুকে মাল শাবানা নিয়ে বের হবার সময় ওই বাজারের পাহারাদার দেলোয়ার বেপারীর কানে একটা বিকট শব্দ হলে তার সন্দেহ হয় তাৎক্ষণিক সে তার সহকারী পারভেজ ও স্থানীয় লোক মওলা বেপারী ও স্থানীয় দোকানদার মিন্টু ফকির কে ডাক দিলে তাদের সহযোগিতায় ওই চোর কে ধরতে টিনের চালে উঠে, তখন ঐ চোর ফিল্মি স্টাইলে তাৎক্ষণিক টিনের উপর সুয়ে পড়ে। তাদের নৈপূর্ণে তারা চোরকে খুঁজে বের করে ও তাকে চাল থেকে টেনে হিঁচড়ে নামায়।
এক পর্যায়ে তারা এই বেপার টা ওই বাজারের সভাপতি আউয়াল ফকির কে জানান। তারা বলেন যে ওর সাথে না কি আরো লোক ছিলো।
তখন আউয়াল ফকির এসে চোর কে জিজ্ঞাসাবাদ করলে চোর অস্বীকার করেন, বলেন আমি একাই আমার সাথে কেউ ছিল না।
পরে রাজৈর থানায় সোপর্দ করে দেয়।
এর আগে ও বাজারে বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটে, এই তদন্তের জন্যে রাজৈরের এস আই ফরিদ আহমেদের কাছে তাকে সোপর্দ করা হয়।