মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১৮ আগস্ট ২০২৫খ্রি. তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সস্থ শুটিং ক্লাবের সম্মেলন কক্ষে আনজুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও আনজুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর সভাপতি জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়।
সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন, আনজুমান মুফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রম আরও গতিশীল হবে।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানবিক সেবামূলক কর্মসূচির পাশাপাশি সংস্থার বহুতল ভবন নির্মাণ, বিভিন্ন কনসালটেন্সি প্রতিষ্ঠানের বিল প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া, সভায় বিভিন্ন সাব-কমিটির সুপারিশ অনুমোদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক জনাব এম এ মালেক; সহ-সভাপতি অধ্যাপক জনাব কাজী শাহাদাত হোসাইন; সাধারণ সম্পাদক জনাব নজমুল হক চৌধুরী; কোষাধ্যক্ষ জনাব মোরশেদুল আলম কাদেরী সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।