
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভূয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। আটক যুবক কক্সবাজার জেলার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন।
আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে পাসপোর্ট অফিসে আটকের পর থানায় সোপর্দ করা হয়েছে। তার নাম রিয়াজুল মোস্তফা, বাবার নাম গুরা মিয়া ও মায়ের নাম খতিজা।
সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকালে উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে রিয়াজ মিয়া পরিচয়ে পাসপোর্ট করতে আসেন ওই যুবক। তার কাছে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের ইস্যুকৃত জন্ম নিবন্ধন সনদ ছিল। তার আচরণে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই যুবক কক্সবাজার কুতুপালং ক্যাম্প থেকে আসার কথা স্বীকার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওই রোহিঙ্গা যুবককে থানায় সোপর্দ করা হয়েছে। রোহিঙ্গারা যাতে বাংলাদেশী পাসপোর্ট গ্রহণ করতে না পারে সে ব্যাপারে সিরাজগঞ্জ পাসপোর্ট অফিস সতর্ক আছে বলে জানান এই কর্মকর্তা।সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ওই যুবকের নাম রিয়াজুল মোস্তফা বলে জানিয়েছে। তার বাবার নাম গুরা মিয়া, মায়ের নাম খতিজা। তিনি কক্সবাজার জেলার কুতপালং ৬ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন।
উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা পারকোল এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়ে পাসপোর্ট করতে এসেছিলেন তিনি। কুতপালং ক্যাম্পে যোগাযোগ করে ওই যুবককে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।