মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ২৪ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) : গত ২৩ জুলাই ২০২৫ তারিখে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক তত্ত্বাবধানে ‘বিমানবন্দর নিরাপত্তা মহড়া-২০২৫’ এর আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি বিশেষায়িত দল (স্ট্রাইকিং ফোর্স ও বোম্ব ডিসপোজাল দল), বিমান বাহিনী, বিজিবি, র্যাব, এপিবিএন, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, সোয়াট টিম এবং বিমান বন্দরের বিশেষায়িত দলের সমন্বিত অংশগ্রহণে উক্ত মহড়ার আয়োজন করা হয়। বিমান বন্দরের সার্বিক নিরাপত্তা বিধান, সম্মানিত যাত্রীদের জান ও মালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি বিমান বন্দরে বোমা সদৃশ বস্তু অনুমিত হলে তা নিষ্ক্রিয় করার বিভিন্ন কৌশলের উপর অনুশীলনের নিমিত্তে এ মহড়ার আয়োজন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের অতীব গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে ও যেকোন ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধকল্পে এ ধরণের জনসচেতনতামূলক কর্মকান্ড ও বাস্তবসম্মত অনুশীলন অব্যাহত রাখবে।