জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনা ঃ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া আহরণ রোধে অভিযান চালিয়ে বড় ধরনের জব্দ অভিযান পরিচালনা করেছে বনবিভাগের টহল টিম।
১৪ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের টহল টিম টহল চলাকালে বিকেল আনুমানিক ৪টার দিকে নলিয়ান স্টেশনের ক/৪০ মার্কি আড়ুয়া শিবসা নদীর পূর্ব পাশে ভূতুমারী চরের খাল এলাকায় অভিযান চালায়। অভিযানে ডিঙ্গি নৌকা ৫টি, বৈঠা ১০টি, পানির ড্রাম ১০টি, দোন দড়ি ৫টি (আনুমানিক ১০০০ মিটার), খালপাটা জাল ২টি (ছোট), দা ৫টি এবং আনুমানিক ২১০ কেজি কাঁকড়া জব্দ করা হয়।
টহল টিমের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। বনবিভাগ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।