1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজধানী তেজগাঁও থানা পুলিশের সাঁড়াশি অভিযানে কারওয়ান বাজার ও আশপাশ এলাকা থেকে আটক-৩০। ২৬ বছর ধরে এমপিও বঞ্চিত সলঙ্গা মহিলা কলেজ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারত থেকে পুশইনকৃত ৮ বাংলাদেশি আটক সিএমপি’র কোতয়ালী থানা পুলিশের অভিযানে ৬টি সাজা পরোয়ানাভূক্ত ১ জন আসামী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা ও প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার প্রতিবাদের মানববন্ধন। তিন সন্তানের জননী, এক যুবক জনগণের হাতে কট। পটুয়াখালীতে এখন আ.লীগ নাই, সব বিএনপি হয়ে গেছে’ মাদারীপুরের রাজৈর এ গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় একজন নিহত: শিক্ষিকা আহত

আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া/শোক মিছিলের কর্মসূচিসমূহ সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে ডিএমপির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন ২০২৫খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর উন্মুক্ত আলোচনায় ঢাকা শহরে তাজিয়া/শোক মিছিল উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সেবা সংস্থা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পবিত্র আশুরা এবং হিন্দু ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। উভয় সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সম্মানের মনোভাব বজায় রেখে একযোগে কাজ করে এই ধর্মীয় অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য যাতে সহযোগিতা করে, সে প্রত্যাশা ব্যক্ত করেন কমিশনার।

তাজিয়া মিছিলের আয়োজকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, তারা যাতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখে যারা মিছিলের শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করবে। পাশাপাশি পুলিশ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা বলেন, আগামী ৫ জুলাই ২০২৫ খ্রি. হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান রথ যাত্রা অনুষ্ঠিত হবে। যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে চেষ্টা করতে হবে। তাজিয়া মিছিল শুরু থেকে ভিডিও ক্যামেরা রাখতে হবে যেন মিছিলে কোন ধরণের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে না পারে।

সমন্বয় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিপিডিসি, ডেসকো, স্বাস্থ্য অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং তাজিয়া মিছিল উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট