ঠাকুরগাঁও প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের সাবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সড়ক দুর্ঘটনায় নিহত নিরীক্ষণ বিভাগের অডিট অফিসার দেলুয়ার হোসেনকে।
শুক্রবার (১৯ মে ) বিকাল সাড়ে ৫ টার সময় সাবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে দুপুর ২ সময় ঠাকুরগাঁও জেলা জজ কোর্ট প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সড়ক দুর্ঘটনায় নিহত নিরীক্ষণ বিভাগের অডিট অফিসার দেলুয়ার হোসেনকে সাবাজপুর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষবারের মতো বিদায় জানান মরহুমের ভাই বোন সহ স্বজনরা।
এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দ্বিতীয় জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরনবী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ আলোম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ টি এম মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফয়জুল ইসলাম হিরু, উপজেলা বিএনপির সহ – সাংগঠনিক সম্পাদক মামুন আকতার সবুর, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর থানা আমীর রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা তোফায়েল আহমেদ, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু, ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর সহ মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, এলাকাবাসী।
সোমবার (১৯ মে ) সকাল ৭ টার দিকে ট্রেনিং এর জন্য রংপুরেরে উদ্দেশ্য বের হয়ে বীরগঞ্জ এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় অডিট অফিসার দেলদুয়ার হোসেন