
মোঃ মামুন ডিমলা নীলফামারী প্রতিনিধি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতাধীন অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পটি বাংলাদেশ সরকার এবং দাতা সংস্থা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভলপমেন্ট (ইফাদ) সহায়তাপুষ্ট যা বাংলাদেশের চরম দারিদ্রতা হ্রাস করার একটি গভীর প্রতিশ্রুতির প্রতিফলন। জলবায়ু পরিবর্তনশীলতা ও পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে প্রকল্প এলাকার গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষত চর বাসিন্দা, দরিদ্র এবং ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদক শ্রেণী বিপুল প্রতিকূলতার সম্মুখীণ হয়। দেশের মধ্যে -উত্তরাঞ্চলে মৌসুমী বন্যা, নদীভাঙ্গন তুলনামূলকভাবে রাস্তা-ঘাট কম হওয়ায় কৃষি পণ্য বাজারজাতকরণে সমস্যা হয় এবং কৃষক পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। ফলে এ অঞ্চলে দারিদ্রের হার বেশি। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে দেশের উত্তর-অঞ্চলের নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ইফাদ এর আর্থিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের গোডাউন হাটে প্রকল্পের ৬৬লাখ টাকা বরাদ্দকৃত ব্যয়ে যেখানে তিনটি হার্টসেট ৭২স্কয়ার মিটার, ২টা ওয়াশব্লক -১৬০-১৫০ স্কয়ার। ফিট,আরসিসি -১৫০মিটার এর উপরে ওপেন্ড -প্যান্ডফোম-৭৭৫ স্কয়ার মিটার। বাজারের গ্রামীন সড়ক উন্নয়ন, চুক্তিবদ্ধ শ্রমিক দল (এলসিএস) এর মাধ্যমে – রক্ষণাবেক্ষণ, চুক্তিবদ্ধ শ্রমিক দল (এলসিএস) কর্তৃক গ্রামীণ হাট বাজার উন্নয়ন, বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ, প্রয়োজন অনুযায়ী গ্রামীণ হাট বাজারে মহিলা মার্কেট সেকশন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
ঐ এলাকার স্থানীয়রা বলেন মানসম্মত নির্মাণ সামগ্রী দিয়ে কাজ হওয়ায় নির্মাণ কাজ মজবুত ও বেশি দিন স্থায়ী হবে।ডিমলা উপজেলা প্রভাতি প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ মেহেদী ফাহাদ বিন আজাদ সবুজ বলেন এলসিএস গ্রুপ- ১ এর সভাপতি মোছাঃমোরশেদা আক্তার, সেক্রেটারী মোছাঃ লাভলী বেগম ডিমলা উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা সহ স্থানীয়দের সকলের সহযোগীতায় সরকারি নিয়ম্ অনুযায়ী মানসম্মত করার চেষ্টা করছি।