মনা নিজস্ব প্রতিনিধিঃ
পুলিশ পরিদর্শক জনাব মিজানুর রহমানের নেতৃত্বে ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-০৪ বিশেষ অভিযান পরিচালনা করে ১২/০৮/২০২৫ খ্রিঃ বায়েজীদ থানাধীন হাটহাজারী রোডস্থ স্টারশীপ কোম্পানীর বিপরীতে মির্জাবো স্টীলস লিমিটেডের সামনে একদল চোর সরকারি টেলিফোন সংযোগে ব্যবহৃত আন্ডার গ্রাউন্ড ক্যাবল চুরি কালীন আসামি ১। আব্দুর রহিম(৩৭) কে তার হেফাজতে থাকা চোরাইকৃত ১০৭ (একশত সাত) কেজি ক্যাবলসহ আটক কালীন চোরচক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। আসামীর হেফাজতে থাকা ক্যাবল SI ইকবাল হোসেন জব্দ করেন। উদ্ধারকৃত চোরাই ক্যাবল সংক্রান্তে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বায়েজীদ বোস্তামি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।