স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকের জানাজায় রাষ্ট্রীয় গার্ড অব অনার দেয়া হবে না। তাঁর মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিল হওয়ায় সরকারি প্রটোকল অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।
শনিবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমদাদুল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৩ বছর।
রবিবার বিকেল ৫টা ৪০ মিনিটে পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে মডেল মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ঠাকুরগাঁও-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। দীর্ঘদিন তিনি পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।