মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
গ্রামে-শহরে ডিজিটাল ব্যাংকিংয়ের নতুন দিগন্ত—ইসলামী ব্যাংকের এম ক্যাশ সেবা এখন নতুন রুপে লেনদেন করুন নিশ্চিন্তে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর টেকেরহাট শাখার আওতাধীন এজেণ্ট আউটলেট সানোয়ার এন্টারপ্রাইজ—প্রোপ্রাইটর সানোয়ার হোসেন মিয়া, ইশিবপুর বাজার, রাজৈর, মাদারীপুর—সম্প্রতি এম ক্যাশ ডিস্ট্রিবিউটর চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছেন ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি টেকেরহাট শাখার ব্যবস্থাপক ও এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, জনাব মাহমুদুল হাসান , প্রযুক্তিনির্ভর এই ব্যাংকিং সেবা গ্রাম ও শহরের মধ্যে আর্থিক লেনদেনের সেতুবন্ধন গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
ইসলামী ব্যাংকের এম ক্যাশ প্ল্যাটফর্ম এখন শুধু টাকা পাঠানো বা উত্তোলনেই সীমাবদ্ধ নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সমাধান হিসেবে কাজ করছে। এই সেবার মাধ্যমে গ্রাহকরা সহজেই—
ক্যাশ ইন (টাকা জমা),ক্যাশ আউট (টাকা উত্তোলন)
একাউন্ট থেকে একাউন্টে তাৎক্ষণিক টাকা স্থানান্তর
মোবাইল রিচার্জ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফি পেমেন্ট
বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেটসহ অন্যান্য বিল পরিশোধ
রেমিট্যান্স গ্রহণ,,ক্রয়-বিক্রয়ে পেমেন্ট সুবিধা
এই এম ক্যাশের মাধ্যমে একজন গ্রাহক এখন নিজ গ্রামেই থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ, গৃহস্থালির বিল প্রদান বা ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করতে পারবেন, যা আগে কেবল শহরে গিয়ে সম্ভব ছিল।
ইসলামী ব্যাংক বিশ্বাস করে, এ ধরনের সেবা শুধু সময় ও খরচ সাশ্রয় করবে না, বরং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে। প্রযুক্তির এই সুবিধা হাতের মুঠোয় পেয়ে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি ডিজিটাল বাংলাদেশগড়ার স্বপ্নো বাস্তব রুপ পাবে