মনা নিজস্ব প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার এসআই (নিরস্ত্র)/আব্দুল ওয়াহেদ লিটন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অদ্য ৩০/০৮/২৫ইং তারিখ ভোর ০৬.৩০ঘটিকার সময় বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকাস্থ এফ ব্লক ৬নং রোড হোল্ডিং নং-৯২ এর ৩য় তলার মহিন উদ্দিন চৌধুরী এর বাসা হইতে চুরি করে পালানোর সময় পিকআপ গাড়ি ভর্তি মালামাল সহ আসামী ১। মোঃ জমির(২৮), পিতা-মোঃ হারুন, মাতা-মোছাঃ কাজল বেগম, সাং-পাতাইল্লাকান্দি, জনি সওদাগরের বাড়ী, থানা-হোমনা, জেলা-কুমিল্লা বর্তমানে-কল্পলোক আবাসিক, ৬নং গলি, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ২। আলী হায়দার(২৭), পিতা-মৃত আব্দুল আলীম, মাতা-খালেদা বেগম, সাং-কাঞ্চনা, (আমিনুল ইসলাম মাষ্টার বাড়ী), থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম বর্তমানে-শাপলা গেইট, মা ভবন, ২য়তলা, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ আলী(২৪), পিতা-মোঃ আলমগীর, মাতা-ফারজানা খাতুন, সাং-চরমুলাদি, গুরা মিয়ার বাড়ী, থানা-লালমোহান, জেলা-ভোলা বর্তমানে-জানু মিয়ার কলোনী, খালপাড়, আবাসিক উত্তর পাশ, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামদের আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং-২৫ তাং-৩০/০৮/২০২৫, ধারা-৪৫৭/৩৮১/৪১১/৩৪ পেনাল কোড রুজু করা হয় ।