মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৬.০৮.২০২৫ তারিখ বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে ডিএমপি পুলিশের সহায়তায় বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম), জনাব মোঃ মশিউর রহমান, পরীক্ষক (মেট, রসায়ন) এবং জনাব ফারদিন ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) এর অংশগ্রহণে ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স আল্টিমেট অর্গানিক লাইফ লিঃ, হাউজ # ২৯/৩১, রোড # ১, ব্লক # ডি, সেক্টর # ২, নূর টাওয়ার, আফতাবনগর, ঢাকা অভিযানকালে বিএসটিআইয়ের সিএম ছাড়পত্র গ্রহণ ব্যতীত টুথ পেস্ট পণ্য বিক্রয় ও বিতরন করায় উক্ত প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র এবং পণ্য মোড়কজাতকরন নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিত ঘি, সরিষার তেল, নারিকেল তেল, চিয়া সিড, বিভিন্ন প্রকার বাদাম, আপেল সিডার ভিনেগার, লাল চাল ইত্যাদি পণ্য বিক্রয় ও বিতরন করায় উক্ত প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০/- (দুই লক্ষ) মাত্র জরিমানাসহ সর্বমোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) মাত্র জরিমানা করা হয় এবং আদায় করা হয়।
জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।