মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর উদ্যোগে ১০টি অঞ্চলে চলছে পৌরকর মেলা।
এই মেলার বিশেষ আকর্ষণ হলো — ডিএনসিসি’র আওতাধীন ব্যক্তি পর্যায়ে যে সকল করদাতা পৌরকর মেলার ভেন্যুতে এসে মেলা চলাকালীন সময়ে স্বশরীরে বকেয়া পৌরকর পরিশোধ করবেন তাদের ক্ষেত্রে বকেয়া করের উপর আরোপিত ৭.৫% সারচার্জ মওকুফ।
⏰কর প্রদানের সময়ঃ
🔹 শনিবারঃ সকাল ৯:০০ টা হতে বিকাল ৬:০০ টা
🔹 রবিবার-বৃহস্পতিবারঃ বিকাল ৩:০০ টা হতে রাত ৮:০০ টা
📍পৌরকর মেলার ভেন্যুসমূহঃ
🔹অঞ্চল-০১
✅উত্তরা কমিউনিটি সেন্টার, সেক্টর-০৬, উত্তরা, ঢাকা-১২৩০
✅কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ, খিলক্ষেত, ঢাকা-১২২৯
🔹অঞ্চল-০২
✅২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, পল্লবী, মিরপুর, ঢাকা
✅আঞ্চলিক কার্যালয়, অঞ্চল-২, প্লট নং-০৩, চিড়িয়াখানা রোড, মিরপুর, ঢাকা
🔹অঞ্চল-০৩
✅বনানী কাঁচা বাজারস্থিত ওয়ার্ড কার্যালয়, ঢাকা
✅অঞ্চল-৩ (মহাখালী) এর আঞ্চলিক কার্যালয়ের সম্মুখের উন্মুক্ত স্থান
✅মধুবাগ কমিউনিটি সেন্টার, ঢাকা
🔹অঞ্চল-০৪
✅মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থান, স্মৃতিসৌধ প্রাঙ্গন, ঢাকা
✅টাউন হল (আঞ্চলিক কার্যালয়,অঞ্চল-৪, মিরপুর-১০), ঢাকা
🔹অঞ্চল-০৫
✅সুচনা কমিউনিটি সেন্টার, ওয়ার্ড নং-২৯
✅হালিম কমিউনিটি সেন্টার, কাউন্সিলর অফিস, ওয়ার্ড নং-২৬, ঢাকা
✅আঞ্চলিক কার্যালয়, অঞ্চল-৫, বাশবাড়ি রোড, ওয়ার্ড নং-৩১, ঢাকা
✅মোহাম্মদপুর টাউন হল, কাউন্সিলর কার্যালয়, ওয়ার্ড-৩১
🔹অঞ্চল-০৬
✅আঞ্চলিক কার্যালয়, অঞ্চল-৬, বাড়ি-৫০,রোড-৬/সি, সেক্টর-১২, উত্তরা, ঢাকা
✅৫৩নং ওয়ার্ড কার্যালয়, বাড়ি-৫৫, রোড-রানাভোলা প্রধান সড়ক, তুরাগ, ঢাকা
🔹অঞ্চল-০৭
✅উত্তরা কমিউনিটি সেন্টার, বাড়ি-২০, রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা, ঢাকা (ওয়ার্ড-৪৭)
✅সুরুজ্জামান স্কুল এন্ড কলেজ
✅আশকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
✅উত্তরা কমিউনিটি সেন্টার,বাড়ি-২০, রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা, ঢাকা (ওয়ার্ড-৫০)
🔹অঞ্চল-০৮
✅নব নির্মিত স্থায়ী আঞ্চলিক কার্যালয়, ৪০০, কাঁচকুড়া, উত্তরখান, ঢাকা
✅উত্তরা কমিউনিটি সেন্টার, বাড়ি-২০, রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা, ঢাকা
🔹অঞ্চল-০৯
✅সোলমাইদ স্কুল এন্ড কলেজ, হোল্ডিং-৪০৬, পূর্ব ভাটারা, ঢাকা
🔹অঞ্চল-১০
✅অঞ্চল-১০ (সাতারকুল) অফিস সংলগ্ন খোলা প্রাঙ্গন, ইসলামবাগ, সাতারকুল, ঢাকা
✅মহানগর কলেজ, ডি.আই.টিপ্রজেক্ট, বাড্ডা
নাগরিকরা যাতে সহজে কর প্রদান করতে পারেন সে জন্য অনলাইন পোর্টালও চালু রয়েছে। মেলায় সরাসরি গিয়ে কিংবা ঘরে বসেই অনলাইনে কর পরিশোধ করা যাবে। এই মেলা নাগরিকদের সেবার মান বাড়াতে এবং উন্নয়ন কাজের গতি ত্বরান্বিত করতে রাজস্ব আদায়ে সহায়তা করবে।