মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা জেলাস্থ মিলব্যারাক পুলিশ লাইনস্ মাঠে ঢাকা জেলার নাগরিকদের মধ্য হইতে ঢাকা জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর প্রথম দিনের কার্যক্রম (শারীরিক মাপ ও সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই) অদ্য ১৩/০৮/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ০৮.০০ ঘটিকা হতে শুরু হয় ।
ঢাকা জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর নিয়োগ বোর্ডের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয় । ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে অংশগ্রহণের জন্য আগত প্রার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদানসহ নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এই সময়ে ঢাকা জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ এবং ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ পরীক্ষায় নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।