1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) ‘রোড সেফটি পোস্টার ও স্লোগান কনটেস্ট -২০২৫’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসকদের বিজয় দিবস পালন সলঙ্গায় জর্দা কারখানায় ভ্রাম্যমাণ অভিযান : ৮০ হাজার টাকা জরিমানা সিএমপি’তে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন এবং ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত এনসিপি নেত্রী রুমীর হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীর কালুখালি উপজেলায় সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন খুলনা জেলা পুলিশ লাইন্স মাঠে রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর প্রথম ম্যাচে যশোর জেলা পুলিশের দুর্দান্ত জয় চট্টগ্রাম সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক-১ মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে খুলনায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য (অবঃ) ও শহিদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সিএমপি কমিশনার বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) ‘রোড সেফটি পোস্টার ও স্লোগান কনটেস্ট -২০২৫’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) কর্তৃক আয়োজিত ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) ‘রোড সেফটি পোস্টার ও স্লোগান কনটেস্ট-২০২৫’এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ জুন ২০২৫ খ্রি.) সকাল ১০:০০ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা-বাংলাদেশের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।

রাজধানীর ১৬টি স্কুল ও ৫টি বিশ্ববিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী সড়কের নিরাপত্তা নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ১০টি পোস্টার এবং ১০টি স্লোগানের জন্য পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। অন্যদেরকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ পুরষ্কার প্রদান করেন।

রোড সেফটি পোস্টার ও স্লোগান কনটেস্ট এর উদ্দেশ্য হলো জাপানের রীতিনীতি অনুসরণ করে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদেরকে দায়িত্বশীল সড়ক ব্যবহারকারী ও নিরাপত্তা দূত হিসেবে তৈরি করা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ঢাকাসহ সারাদেশে সড়ক দুর্ঘটনা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর সড়ক দুর্ঘটনার মূল কারণ চালকসহ সাধারণ জনগনের ট্রাফিক আইন ও নিয়মকানুন সম্পর্কে সচেতনতার অভাব। ডিআরএসপির মাধ্যমে আমরা স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সচেতন করার চেষ্টা করছি। ছাত্র-ছাত্রীরা যদি সচেতন হয়, তাহলে তারা অন্যদের সচেতন করতে পারবে। রোড সেফটির ক্ষেত্রে সচেতনা ও সর্তকতাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার রাখে না। মব জাস্টিস এর সাথে যারা জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা; জাইকা-বাংলাদেশের মুখ্য প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি (Mr.Tomohide ICHIGUCHI); ডিআরএসপির প্রজেক্ট ফর্মুলেশন এডভাইজার শোকো সাকোমা (Ms. Shoko Sakuma) সহ জাইকার প্রতিনিধিগণ এবং প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২০২২ সালের মার্চ মাস থেকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সঙ্গে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) বাস্তবায়ন করছে। ডিআরএসপি হলো তিন বছরের জন্য একটি প্রযুক্তিগত সহযোগিতা প্রকল্প যার লক্ষ্য ঢাকা মেট্রোপলিটন এলাকায় ব্যাপক ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপির সক্ষমতা জোরদার করা। ডিআরএসপি তিনটি আউটপুট নিয়ে গঠিত, এবং আউটপুটগুলির মধ্যে একটি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সড়ক নিরাপত্তা শিক্ষা/জনসংযোগের উপর গুরুত্ব প্রদান করে করে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট