মনা নিজস্ব প্রতিনিধিঃ
পল্লবী ও রূপনগর থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহবায়ক এবং ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জনাব আমিনুল হক ভাই।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন—
👉 “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি জনগণের দল, এ দলের শক্তি হলো তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষ।”
মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীরা জনাব আমিনুল হক ভাইয়ের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন এবং ঢাকা-১৬ আসনে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন।
ঐক্যই আমাদের শক্তি
গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে