1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ক্ষুদে তিন তারকা ক্রিকেটারকে সংবর্ধনা - নব দিগন্ত ২৪
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা ডিএমপি কমিশনার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাজধানীর উত্তরাস্থ এপিবিএন হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশ এফসি ফুটবল টিমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে নিখোঁজ হাফেজ মোঃ তলহার সন্ধান চায় পরিবার ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আর্থিক প্রণোদনা প্রদান করলেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা খুলনা পুলিশ লাইন্সে জেলা হতে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেল ৩২ জন বগুড়ায় ক্ষুদে তিন তারকা ক্রিকেটারকে সংবর্ধনা বদরগঞ্জে ভিপি নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি)র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজৈরে বিশাল র‍্যালি।

বগুড়ায় ক্ষুদে তিন তারকা ক্রিকেটারকে সংবর্ধনা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে


আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া থেকে আরো তিন ক্রিকেটারকে পাচ্ছে দেশের ক্রিকেটাঙ্গন। ক্ষুদে ও নতুন তিন ক্রিকেটার হলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বায়জিদ বোস্তামি, আফ্রিদি তারিক ও আব্দুর রহমান ইরফান। তিন ক্রিকেটার এর মধ্যে বায়েজিদ বোস্তামী অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বায়েজিদ বগুড়ার ভিন্ন মাঠে দাপটের সঙ্গে খেলেছেন। একই দলের ক্ষুদে ক্রিকেটার আব্দুর রহমান ইরফান ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তার দক্ষতা রয়েছে। আফ্রিদি তারিক লেগ স্পিনার ও ব্যাটসম্যান হিসেবে যে কোন দলের জন্য বাড়তি শক্তি হিসেবে কাজ করে। এই তিনজন ক্ষুদে ক্রিকেটার বগুড়া জেলার কৃতি সন্তান। রবিবার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ক্ষুদে তিন ক্রিকেটারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব- ১৫ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটারের হাতে ক্রেস্ট তুলে দেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহবায়ক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, বগুড়া জেলা ক্রিকেট কোচ রিফাত হাসান, সহকারী কোচ রাশেদ হাসান, ক্রীড়া সংগঠক দিপু, সাবেক খেলোয়াড় রুমেল প্রমুখ। জেলা প্রশাসক হোসনা আফরোজা তিন খুদে ক্রিকেটারকে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৫ ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হওয়ায় অভিনন্দন জানান এবং ভালো খেলা উপহার দিয়ে বগুড়া তথা বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করবে বলে আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের অধিনায়ক বায়েজিদ বোস্তামী, আব্দুর রহমান ইরফান ও আফ্রিদি তারিককে পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রিকেট অনুশীলন করার কথাও বলেন। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ জানান, এর আগে বগুড়া থেকে মুশফিকুর রহীম মিতু, শাফিউল ইসলাম সুহাস, তানজিম হাসান তামিম, তৌহিদ হৃদয় জাতীয় ক্রিকেট দলে নাম লেখান। শুধু নামই লেখাননি। নিয়মিত খেলে দেশের ও জেলার জন্য সুনাম বয়ে এনেছেন। তাদের পথ ধরেই এবার হাঁটতে শুরু করেছে বগুড়ার এই তিন ক্ষুদে তারকা খেলোয়াড়। এর আগে গত জুলাই মাসে বগুড়া জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের দুই প্রতিভাবান ক্রিকেটার উদ্বোধনী ব্যাটসম্যান আকাশ রায় এবং লেগ স্পিন অলরাউন্ডার শামস তৌফিক অনুর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে ডাক পায়। এছাড়া নারী জাতীয় ক্রিকেট দলে একাধিক ক্রিকেটার নিয়মিত খেলেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট