আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: এলপি গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচারের সময় চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) দিবাগত গভীর রাতে রংপুর-ঢাকা মহাসড়কে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকা থেকে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারির নাম সাখাওয়াত হোসেন (৪৫)। তিনি পাবনা জেলার বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামের বাসিন্দা। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সারোয়ার পারভেজ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে মহাসড়কের মুরাদপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চলছিল। এ সময় ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী “হক স্পেশাল” নামের বাসটি তল্লাশিকালে লকারে বিভিন্ন লাগেজের সঙ্গে রাখা এলপি গ্যাস সিলিন্ডারে তলায় কাটা দেখে পুলিশের সন্দেহ হয়। পরে সিলিন্ডার নামিয়ে তার ভেতরে চার কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় বাসের সুপারভাইজারের দেখানো মতে যাত্রী সাখাওয়াত হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, গাঁজা পাচারের জন্য এই অভিনব কৌশল বেছে নেন। পুলিশ পরিদর্শক সারোয়ার পারভেজ জানান, সাখাওয়াত হোসেনের নামে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।