আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশন রোডে পলাশ আবাসিক হোটেলের সামনে থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ির পুলিশ। আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে একটি পাইভেট কারে মাদকের বড় চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁর মহাদেবপুর উপজেলার হোসেনপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে রুহুল আমিন (৩৭) ও উত্তর গ্রামের মোতালেব হোসেনের ছেলে আঃ মজিদ (২৭)। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয়। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান ওই দুই মাদক কারবারির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বলেন, বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।