আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ রেল স্টেশনের উত্তর পার্শের একটি রেল ব্রিজের নিচ থেকে এক অজ্ঞত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সান্তাহার পৌর এলাকার পৌঁওতা রেল ব্রিজের নীচ থেকে আনুমানিক ৪৫ থেকে ৫০ বয়সের এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসি ও পুলিশের ধারনা লোকটি রাতের কোন এক সময় ব্রিজ পার হবার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেছে । এরিপোট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায় নি। তবে পরিচয় সনাক্তের জন্য কাজ করা হচ্ছে বলে থানা পুলিশ জানিয়েছেন। #