মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ২৫ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২০২৫-২০২৬ অর্থবছরে দেশের ৬১টি সমতল ও ৩টি পার্বত্য জেলায় ২৮ দিনব্যাপী ভিডিপি অ্যাডভান্স কোর্স (১ম ধাপ) ও হিল ভিডিপি অ্যাডভান্স কোর্স (১ম ধাপ) এর সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে সারাদেশের মোট ৫,২৪০ (পাঁচ হাজার দুইশত চল্লিশ) জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে বাহিনীর রেঞ্জ কমান্ডার, ইউনিট প্রধান, জেলা কমান্ড্যান্ট ও জোন অধিনায়কসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মহাপরিচালক মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশিক্ষণ কার্যক্রমে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ নীতিমালা প্রণয়ন করায় দেশের তৃণমূল পর্যায়ের সদস্যরা নানামুখী দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। এর ফলে সদস্যরা শুধু শারীরিক সক্ষমতা অর্জনের পাশাপাশি বাস্তব জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলায়ও আত্মবিশ্বাস অর্জন করছে।
প্রশিক্ষণে অভিজ্ঞ প্রশিক্ষক ও বিজ্ঞ অতিথি বক্তাগণ বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রশিক্ষনার্থীদেরকে হাতে-কলমে শিক্ষা প্রদান করছেন। বিশেষত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সদস্যদের ভূমিকা মহড়ার মাধ্যমে সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়।
তদুপরি প্রশিক্ষণের অংশ হিসেবে দৈনন্দিন পিটি, ড্রিল, ক্লাস, অস্ত্র রক্ষণাবেক্ষণ, ফায়ারিং, অগ্নি-নির্বাপণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধ এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রমের উপর গুরুত্বারোপ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা নিবেদিত থাকার অঙ্গীকারে দীপ্ত কণ্ঠে শপথ বাক্য পাঠ করেন। প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হয়।