1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদারীপুরের রাজৈরে জমির বিরোধ নিয়ে  পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। - নব দিগন্ত ২৪
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা ডিএমপি কমিশনার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাজধানীর উত্তরাস্থ এপিবিএন হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশ এফসি ফুটবল টিমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে নিখোঁজ হাফেজ মোঃ তলহার সন্ধান চায় পরিবার ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আর্থিক প্রণোদনা প্রদান করলেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা খুলনা পুলিশ লাইন্সে জেলা হতে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেল ৩২ জন বগুড়ায় ক্ষুদে তিন তারকা ক্রিকেটারকে সংবর্ধনা বদরগঞ্জে ভিপি নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি)র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজৈরে বিশাল র‍্যালি।

মাদারীপুরের রাজৈরে জমির বিরোধ নিয়ে  পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

মেহেদি হাসান সোহেল, স্টাফ রিপোর্টার
মাদারীপুরের রাজৈর পৌরসভার আমবাগে জমি সংক্রান্ত  দখল ও চাঁদা দাবিকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন দুই পক্ষ।

রবিবার  ৩১ আগস্ট বিকেলে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা খলিল বেপারী তার  বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, গত ২৭ আগস্ট সংবাদ সম্মেলন করে “আনোয়ার শেখ যে অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই।”

খলিল বেপারী দাবি করেন, বরং আনোয়ার শেখ নিজেই চাঁদাবাজি, জমি দখল করার মতো অপরাধে জড়িত এবং এসব অপকর্মের প্রমাণ থানার নথিতেই রয়েছে। তিনি আরও বলেন, জমি সংক্রান্ত যে দাখিলের প্রসঙ্গ তুলে তার নাম জড়ানো হয়েছে, সেখানে তিনি (খলিল বেপারী) কোনোভাবেই ওয়ারিশ নন। পাশাপাশি আনোয়ার শেখের আর্থিক উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং প্রশাসনের কাছে এ বিষয়ে তদন্ত দাবি করেন।

উল্লেখ্য, এর আগে, গত বুধবার  ২৭ আগস্ট রাজৈর উপজেলা সদরে সংবাদ সম্মেলন করেন আনোয়ার শেখ ও তার স্ত্রী আসমা বেগম। সেখানে তারা অভিযোগ করেন— বিল্লাল শেখ, জাকির হোসেন ও তাদের মামা খলিল বেপারীসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাদের বৈধভাবে ক্রয়কৃত ৮.১৫ শতাংশ জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

তাদের দাবি, বিপক্ষরা নিয়মিতভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এবং সম্প্রতি বাড়ির প্রবেশপথে রাস্তা নির্মাণে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে জমি ভোগদখল করতে দেবে না এবং উল্টো মিথ্যা মামলায় জড়ানো হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আসমা বেগম একাধিক দলিল (নং ৪৬৯৮, ৬৬৮৮, ৬৬৮৯ ও ২৭১০) উপস্থাপন করে বৈধ মালিকানার প্রমাণ দেখান। তিনি অভিযোগ করেন, “আমরা বৈধ মালিক হয়েও নিরাপত্তাহীনতায় ভুগছি। পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।” এ সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও জমির দখল রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে পাল্টাপাল্টি অভিযোগকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট