মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল হোসেন স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে উদ্যোগী হয়েছেন। সুইজগেট থেকে কুচিয়ামোড়া আঞ্চলিক সড়কটি বৃষ্টির পানিতে কাদা হয়ে চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হলে তিনি নিজ উদ্যোগে সেখানে বালু ফেলে পথচারীদের জন্য সাময়িক স্বস্তির ব্যবস্থা করেন।
স্থানীয়রা জানান, এ উদ্যোগে তারা আনন্দিত ও কৃতজ্ঞ। এলাকার অনেকেই বলেন, ইউপি সদস্য আবুল হোসেন জনগণের পাশে থেকে সমস্যার সমাধান করে উদাহরণ সৃষ্টি করেছেন।
শিরখাড়া ইউনিয়নের বিএনপি নেতা সোহাগ তালুকদার এ প্রসঙ্গে বলেন, “আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের পতনের পর ইউনিয়ন পরিষদে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। তখন অনেক জনপ্রতিনিধি এলাকা ছেড়ে পালিয়ে যান। কিন্তু আমাদের আবুল হোসেন মেম্বার নিজ দায়িত্বে এলাকায় থেকে উন্নয়নমূলক কাজে হাত দেন। এটি সত্যিই প্রশংসনীয়।”
এলাকাবাসী আশা করছে, সামনের দিনে এই ধারা অব্যাহত থাকলে শিরখাড়া ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।