মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার মিরপুর, শাহ আলী, দারুসসালাম-রূপনগর এলাকার এবং কাউনদিয়া ইউনিয়ন থেকে আগত মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লীগণের সাথে এক মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় স্থানীয় মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লীগণ সমাজের সার্বিক উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং সামাজিক সমস্যা সমাধান নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজু । তিনি বলেন—
👉 “মসজিদ হলো মুসলমানদের ইমান, ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলামী মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। জনগণের সহযোগিতা ও সঠিক নেতৃত্ব থাকলে আমরা একটি উন্নত সমাজ গঠন করতে পারব।”
তিনি আরও আশ্বাস দেন যে, জনগণের পাশে থেকে মসজিদভিত্তিক সামাজিক উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক সহযোগিতায় কাজ করে যাবেন।
সভায় উপস্থিত মুসল্লীগণ ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজু প্রতি কৃতজ্ঞতা জানান এবং সমাজের কল্যাণে তাঁর সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।