মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের ডিবি পুলিশ ২৫ বোতল ফেনসিডিলসহ ওবায়দুল্লাহ (৩১) নামে এক যুবককে আটক করেছে। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত সাবান আলীর ছেলে।
ডিবির এসআই রাজেশ কুমার জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে যশোরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে ওবায়দুল্লাহকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।