মনা যশোর প্রতিনিধিঃ
যশোর জেলার শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ দুইজনকে আটক করা হয়েছে।
রোববার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার মাটিপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার মাটিপুকুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর পুত্র মোঃ করিম হোসেন (৪৮) এবং মেহেরপুর জেলার গাংনি থানার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের পুত্র মোঃ মামুনুর রশিদ (৪২)। পুলিশের তথ্যমতে, করিম হোসেনের বিরুদ্ধে পূর্বেও একই অপরাধে থানায় একটি মামলা রয়েছে।
এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ কে. এম. রবিউল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে মাটিপুকুর গ্রামের করিম হোসেনের বসতঘরের শয়নকক্ষ থেকে একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। এসময় বন্যপ্রাণী পাচারের সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়।
এই ঘটনায় শার্শা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আটক ব্যক্তিদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।